Translate

Tuesday 7 April 2015

উবুন্টু কি সত্যিয়ই এত কঠিন । আরে না !!! চাইলেই পারবেন ।

আমি  যখন প্রথম উবুন্টু ইন্সটল করি ,তখন প্রথম ৫ দিন কোন কিছুই মাথায় আসছিল না ।কি করব বুঝতে পারছিলাম না ।অনেক ঘাটাঘাটি করে
Ubuntu tweak নামে একজনের সন্ধান লাভ করলাম ।ইন্সটল করে দেখি এত কঠিনের মাঝে ও সহজ বলে কিছু আছে । আমরা যারা seo সম্পকে টুকটাক জানি  তারা বলতে পারি  এটা website এর একটা সাইট ম্যাপ । প্রথম দিকে বলতে পারি দিশা খুঁজে পাবেন  এটা ব্যাবহার করলে ।
এর পাঁচটি part রয়েছে
১- overview   (এখান থেকে system configure , ইউজার ডিটেইল , উবুন্টু এর version দেখতে পারবেন )
২-apps  -আপনার ইন্সটল করা running এপস  দেখতে পারবেন ।
৩-tweaks -এখান থেকে  ফন্ট , সাউন্ড ,desktop icon ,থিম , নতুন wallpaper দিতে পারবেন
৪-admin - এখান থেকে আপনি file এর path গুলি দেখতে  পারবেন ।
৫-janitor - এই option  থেকে  system junk file গুলি ক্লিয়ার  করতে পারবেন ।
facebook fan page - tech sometimes
আমার you tube channel
 tech sometimes

No comments:

Post a Comment

payza signup